নিজস্ব প্রতিবেদক : ২ নভেম্বর ২০২৫, রবিবার, ০:১৮:১৬

রাজশাহী জোন দিয়ে আজ ২ নভেম্বর রোববার থেকে ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১:১৫ মিনিটে জয়পুরহাট জেলা রাজশাহী জেলার মুখোমুখি হবে। বিকেল ৩টায় দিনাজপুর জেলা ঠাকুরগাঁও জেলার মোকাবেলা করবে।
ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় মোট ১৮টি জেলা দল অংশগ্রহণ করছে। যা ৪টি জোনে বিভক্ত য়থাক্রমে- রাজশাহী, ময়মনসিংহ, যশোর এবং কুমিল্লা। এ প্রতিযোগিতাটি তৃণমূল পর্যায়ে দেশব্যাপী নারী ক্রীড়া ছড়িয়ে দেওয়ার একটি বৃহত্তর উদ্যোগের অংশ।
প্রথম পর্বের পর প্রতিটি জোন থেকে একটি করে চ্যাম্পিয়ন দল ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন। যেখানে বিকেএসপি পঞ্চম দল হিসেবে যোগ দেবে।
অংশগ্রহণকারী দল
জোন-০১ (রাজশাহী ভেন্যু)- জয়পুরহাট, দিনাজপুর, রাজশাহী, ঠাকুরগাঁও এবং রংপুর।
জোন-০২ (ময়মনসিংহ ভেন্যু)- নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ঢাকা, নেত্রকোনা এবং ময়মনসিংহ।
জোন-০৩ (যশোর ভেন্যু)- যশোর, নড়াইল, ঝিনাইদহ এবং পটুয়াখাল।
জোন-০৪ (কুমিল্লা)- চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার ও সিলেট।
Rent for add