নিজস্ব প্রতিবেদক : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ২৩:১৫:১৬

চট্টগ্রামে হকি কেন্দ্র আয়োজিত মৌসুমের প্রথম হকি সুপার লিগ মাঠে গড়িয়েছে। শুধুমাত্র জেলার হকি খেলোয়াড়দের জন্য প্রথমবারের মতো এ আসরে চারটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হচ্ছে হকি লায়ন, দুর্জয় ড্রিবেলার্স, রয়েল পুসার্স এবং ক্রাউন লিগেসি।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ছয় ম্যাচের এ সুপার লিগের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় নুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজু কান্তি বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরী।
তবে খেলা মাঠে গড়ানোর আগে জেলার সাবেক কৃতি হকি খেলোয়াড় প্রয়াত নাসির উদ্দীন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী ম্যাচে দ্বীপের হ্যাটট্রিকের উপর ভর করে দুর্জয় ড্রিবেলার্স ৬-২ গোলে হারিয়েছে রয়েল পুসার্সকে। দ্বীপ হ্যাটট্রিকসহ ৪টি এবং সৈকত ২টি গোল করেন। বিজিত দলের হয়ে দুটি গোল শোধ করেন সাকিব ও সাফি। ম্যাচে আম্পায়ার ছিলেন অন্বেষ চৌধুরী ও সানি জেভিয়ার।
অপর ম্যাচে ক্রাউন লিগেসি ৩-১ গোলে হকি লায়নকে পরাজিত করে। বিজয়ী দলের সাজ্জাদ দুটি ও অধিনায়ক জেভিয়ার গোল করেন। ম্যাচে আম্পায়ার ছিলেন খালেদ মাহমুদ জুমান ও শরফুদ্দিন ইবনে শাহরিয়ার।
Rent for add