• ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপ খেলতে ভারতে গেল জাতীয় দল

বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল আজ ২৬ আগস্ট মঙ্গলবার সকালে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য। যা আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ভারতের বিহার রাজ্যের রাজগীরে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশকে পুল বি-তে রাখা হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং চাইনিজ তাইপেইয়ের সাথে।

দলটি ২৯ আগস্ট মালয়েশিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে। এরপর ৩০ আগস্ট চাইনিজ তাইপেই এবং ১ সেপ্টেম্বর পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলবে।

সমস্ত ম্যাচ রাজগীরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল

গোলরক্ষক: বিপ্লব কুজুর ও নুরুজ্জামান নয়ন।

ডিফেন্ডার: মোহাম্মদ আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু, ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম ও মোহাম্মদ মেহেদী হাসান।

মিডফিল্ডার: মোহাম্মদ রোমান সরকার, মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তাইয়েব আলী ও তানভীর রহমান সিয়াম।

ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, মোহাম্মদ রকিবুল হাসান, মোহাম্মদ আরশাদ হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ।

স্ট্যান্ডবাই প্লেয়ার: মোহাম্মদ শহীদুর রহমান সাজু।

Rent for add