• ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় হকি দলের জার্সি উন্মোচন

এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে ২৪ আগস্ট বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি তার বক্তব্যে খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুন্ন রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন। এ টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের বিহার রাজ্যে ‘মেনস্ এশিয়া কাপ ২০২৫’ হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ সহ এ আসরে স্বাগতিক ভারত, জাপান, চীন, কাজাখস্তান, মালয়েশিয়া, কোরিয়া, চাইনিজ তাইপে অংশগ্রহণ করছে।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে মালয়েশিয়া, কোরিয়া এবং চাইনিজ তাইপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, জাপান, চীন এবং কাজাখস্তান।

 

Rent for add