• ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫

চুক্তি করতে ডাচ কোচ অ্যাকম্যান এখন ঢাকায়

আগামী ২৮ নভেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে যুব বিশ্বকাপ হকি শুরু হচ্ছে। ২৪ জাতির এ আসরে বাংলাদেশ অনূর্ধ্ব২১ জাতীয় হকি দল প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে। যা ১০ ডিসেম্বর শেষ হবে। বিশ্বকাপে ৬ গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

আসন্ন বিশ্বকাপে ভালো করার প্রত্যয়ে বাংলাদেশ হকি ফেডারেশন ডাচ কোচ সিগফ্রেড অ্যাকম্যানের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করতে যাচ্ছেন। সেসুবাদেই বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশে এসেছেন। ঢাকায় পৌঁছেই অ্যাকম্যান ফেডারেশনে এসে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন। স্থানীয় হকির খোঁজ-খবর নিয়েছেন।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল অব. রিয়াজুল হাসান বলেন, ডাচ কোচ সিগফ্রেড অ্যাকম্যান বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন। তার সঙ্গে আমরা বিশ্বকাপ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চুক্তি করব। ৩ আগস্ট রোববার সাংবাদিক সম্মেলনের করে বিস্তারিত জানাব। এর আগেই দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। অপর প্রশ্নে বলেন, ১ সেপ্টেম্বর থেকে তিনি মূলত কাজ শুরু করবেন বিশ্বকাপ পর্যন্ত।

উল্লেখ্য ২৮ জুলাই থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। প্রাথমিক ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড় রয়েছেন।
দুই স্থানীয় কোচ মোহাম্মদ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লব ট্রেনিং করাচ্ছেন। ফেডারেশন সূত্রে জানা গেছে ডাচ কোচ অ্যাকম্যান স্থানীয় কোচ ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করবেন। আগস্ট মাসের অনুশীলন প্ল্যানও দেবেন তিনি। তবে সেপ্টেম্বর থেকে নিজে অনুশীলন করানো শুরু করবেন।

 

Rent for add