• ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫

আগামী দিনের তারকা আবদুল্লাহ

পর্যটন নগরী কক্সবাজার কলাতলীর ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আগামী দিনের হকির বড় তারকা হয়ে উঠছেন। বিকেএসপি থেকে বেড়ে উঠা এ খেলোয়াড় ইতোমধ্যে চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে হকিফিল্ড মাতাতে শুরু করেছেন। গেল বছর এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়ে নিজেকে মেলে ধরেন। এরপর অসধারণ নৈপুণ্যে দেখিয়ে যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে দলকে পৌঁছে দিয়ে ছিলেন যুব বিশ্বকাপে। এবার এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে দেশের নেতৃত্ব দিয়েছেন। চমৎকার খেলেও লক্ষ্যে পৌঁছুতে পারেনি তাঁর দল। চতুর্থ হয়ে দেশে ফিরেছে।

মোহাম্মদ আবদুল্লাহ বয়সকে পেছনে ফেলে এরই মধ্যে জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তিনি শুধু আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টেই নয়, ঘরোয়া হকিতেও রেখেছেন সাফল্যের স্বাক্ষর। নিজ প্রতিষ্ঠানকে এনে দিয়েছেন জাতীয় যুব হকির শিরোপা। নিজ বিভাগীয় শহরকে দিয়েছেন যুব গেমসে রানার্সআপ ট্রফি। এমন কি, ঘরোয়া হকির সর্বোচ্চ দলগত আসর প্রিমিয়ার ডিভিশন লিগেও আবাহনী লিমিটেডকে যুগ্মভাবে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন। ফরোয়ার্ড পজিশনে খেলা এ উদীয়মান তারকা ইতোমধ্যে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

আগামী দিনের তারকা আবদুল্লাহ বলেন, ছোট্টবেলায় আমি ফুটবলেই বেশি ঝুঁকে পড়েছিলাম। পড়াশোনার পাশাপাশি স্থানীয় বায়তুল শরফ জব্বারিয়া অ্যাকাডেমি নয়ত সুযোগ পেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলে বেড়াতাম। হঠাৎ একদিন মাঠে এসে আলী খান হৃদয় স্যার জেলা পর্যায় তৃণমূল হকি ক্যাম্পে নিয়ে গিয়ে শাদা বল আর হকি স্টিক হাতে ধরিয়ে বললেন, দেখ তো খেলতে পারিস কি-না! কিন্তু বুঝে উঠতে পারছিলাম না কিভাবে কি করব? তখন স্যার আমাকে বেশ কিছু কৌশল শিখিয়ে দিয়ে বললেন, এভাবে প্র্যাকটিস করতে থাক। আমিও বই পড়ার মতো মুখস্থ করে ফেললাম। তারপর বিকেএসসিতে এসেও সপ্তাহখানেক ক্যাম্পে অংশ নিয়েছিলাম। সেই ক্যাম্পে টিকে গিয়ে ২০১৮ সালে ভর্তি হয়ে হকিতেই থিতু হতে শুরু করলাম। তারপর ২০২২ সালে বয়সভিত্তিক জাতীয় দলে ডাক পেলাম। অনুশীলন করলাম। সেই থেকে খেলে আসছি।

বিকেএসপির ছাত্র আবদুল্লাহ এক প্রশ্নে বলেন, গত বছর এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টি ছিল আমার টার্নিং পয়েন্ট। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রতিটি ম্যাচেই রেখেছিলেন জয়ের ভূমিকা। এমন কি, যুব এশিয়া কাপ ছিল তাঁর এ মুহূর্ত পর্যন্ত স্মরণীয় খেলা। ওই আসরে আবদুল্লাহরা পঞ্চম হয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে পোূঁছে দিয়েছে যুব বিশ্বকাপে। যা চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অপর প্রশ্নে আবদুল্লাহ বলেন, দেশসেরা কোচের পাশাপাশি আমি জাতীয় দলের সাবেক মালয়েশিয়ান কোচ ইমাম গোপীনাথ কৃষ্ণমূতি স্যারের কাছেও বিশেষ প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছি। ইতোমধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওমান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষৎতে আরো ভালো খেলা উপহার দিতে চাই।

এদিকে আবদুল্লাহর বর্তমান কোচ সাবেক জাতীয় দলের তারকা খেলোয়াড় মওদুদুর রহমান শুভ বলেন, আবদুল্লাহ যেভাবে খেলে চলেছেন তাতে বয়স যত বাড়বে যত পরিণত হবে ততই নিজেকে মেলে ধরবে। ওর’ চেষ্টা, মেধা আর পরিশ্রমে আমি মনে করি ভবিষৎতে আবদুল্লাহ দেশসেরা ফরোয়ার্ড হওয়ার যোগ্যতা রাখেন।

Rent for add