• ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

মালয়েশিয়ার কাছে হেরে বাংলাদেশ চতুর্থ

বাংলাদেশ ২:৫ মালয়েশিয়া

এশিয়া কাপ মেনস অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ২-৫ গোলে মালয়েশিয়ার কাছে হেরে চতুর্থ হয়েছে। প্রথমার্ধ অবশ্য ১-১ গোলে ড্র ছিল। চীনের দাজহুতে আজ ১৩ জুলাই রোববার সকালে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্থান নির্ধারণী ম্যাচে প্রথম কোয়ার্টারে ৬ মিনিটে আব্দুল হিশামুদ্দিনের গোলে মালয়েশিয়ার এগিয়ে যায়। তবে মোহাম্মদ মেহেদির গোলে বাংলাদেশ ১০ মিনিটে সমতায় ফেরে।

তবে দ্বিতীয় কোয়ার্টারে কোনো দল গোল করতে না পারায় প্রথম কোয়ার্টারের ফল নিয়ে ১-১ গোলে উভয় দল বিরতিতে যায়।

তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে মোহাম্মদ রুহুলের গোলে ফের মালয়েশিয়া লিড পায়। কিন্তু সেই লিড এক মিনিটও স্থায়ী ছিল না। গোল হজমের কয়েক সেকেন্ডের মধ্যে জনি ইসলামের গোলে বাংলাদেশ ২-২ গোলে সমতায় ফেরে।

কিন্তু অপ্রিয় হলেও সত্যি চতুর্থ তথা শেষ কোয়ার্টারে এসে লাল-সবুজ জার্সীধারীরা মালয়েশিয়ার সঙ্গে আর পেরে উঠেননি। তারা শেষ কোয়ার্টারের ১১ মিনিটে ৩ গোল আদায় করে নেয়। ৪৯ মিনিটে মোহাম্মদ রুহুল, ৫০ মিনিটে ইয়াহকিপ আব্দুল ও ৬০ মিনিটে সাইফুল সায়াফির গোলে মালয়েশিয়া ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

Rent for add