নিজস্ব প্রতিবেদক : ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২২:৩৯:৪০
বাংলাদেশ ২:২ কাজাকিস্তান
বাংলাদেশ নারী দল এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টের সুপার ফোরে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। আজ ১১ জুলাই শুক্রবার তারা ২-২ গোলে কাজাকিস্তানের সঙ্গে ড্র করেছে। এক পর্যায় বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু ম্যাচ জিততে দেয়নি কাজাকিস্তান।
আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশ-কাজাকিস্তান ম্যাচটি ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠে। প্রথম কোয়ার্টারে ৮ মিনিটের মধ্যে আমাঙ্গেলদি ঝানসায়ার গোলে কাজাকিস্তান লিড পেয়ে যায়।
১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। ফলে দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে অর্থাৎ ৩০ মিনিটে তিশা
তাসফিহার গোলে সমতায় ফেরে।
তবে তৃতীয় কোয়ার্টার মাঠে গড়ানোর পরপরই ৩৩ মিনিটে অধিনায়ক রিমন শারিকার গোলে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়।
কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য চতুর্থ তথা শেষ কোয়ার্টারের শেষ মুহূর্তে অর্থাৎ ৬০ মিনিটে সুলেমেন ইয়েরকেজান গোল করে নিশ্চিত পরাজয়ের থেকে রক্ষা করেন কাজাকিস্তানকে। ফলে ২-২ গোলের ড্র নিয়ে তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।
আগামী ১৩ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ফের কাজাকিস্তানের সঙ্গে খেলতে হবে।
Rent for add