নিজস্ব প্রতিবেদক : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ২০:২০:০৭
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে আগামীকাল ১১ জুলাই শুক্রবার বাংলাদেশ ও জাপান পরস্পরের মুখোমুখি হচ্ছে। বিকেল তিনটায় ম্যাচটি চীনের দাজহুতে শুরু হবে। কাল জাপানকে হারাতে পারলেই স্বপ্নের ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৬-৩ গোলে হারলেও প্রথম ম্যাচে হংকংকে ৩-০ গোলে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৩-০ গোলে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক চীনকে ৫-২ গোলে হারিয়ে গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে উন্নীত হয়। অপরদিকে ‘বি’ গ্রুপে জাপান
পাঁচ ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠে আসে।
এদিকে আগামীকাল ১১ জুলাই এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল সুপার ফোরে তাজিকস্তানের সঙ্গে মোকাবেলা করবে।
Rent for add