• ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দুর্দান্ত লড়াই শেষে পাকিস্তানের কাছে হার

পাকিস্তান ৬:৩ বাংলাদেশ

বিশ্ব হকিতে এক সময়ের পরাশক্তি পাকিস্তানের সেই সোনালী দিন এখন না থাকলেও পাকিস্তানভীতিই বাংলাদেশকে শেষ পর্যন্ত পরাজয়ের দিকে ঠেলে দিয়েছে। এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি টুর্নামেন্টে লাল-সবুজের দেশ দুর্দান্ত লড়াই করলেও শেষ মুহূর্তের তাড়াহুড়ো আর ভুলের ছড়াছড়িতে সুন্দর ম্যাচটি হাত ছাড়া করে। ফলে ৮ জুলাই চীনের দাজহুতে পাকিস্তান ৬-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এক সময় ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হয়েছিল। ম্যাচের তৃতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশ দুর্দান্ত লড়েছে। পিছিয়ে পড়ে ম্যাচেও ফিরেছিল। কিন্তু চতুর্থ তথা শেষ কোয়ার্টারে তীরে এসে তরী ডুবিয়েছে পাকিস্তানে কাছে। বাংলাদেশের পক্ষে দীন ইসলাম জয় একটি ও ইসমাইল হোসেন জোড়া গোল করেন। ম্যাচের হাফ টাইমে স্কোরলাইন ছিল ৩-৩।

যদিও দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ গোলে পিছিয়ে থেকে সমতায় এনেছিল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পাকিস্তান এই কোয়ার্টারে এক গোল দিয়ে ৪-৩ গোলের লিড নেয়। শেষ কোয়ার্টারে পাকিস্তান জোড়া গোল করলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়।

টুর্নামেন্টের গ্রুপে পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-০ গোলে হংকংকে, দ্বিতীয় ম্যাচে ১৩-০ গোলে শ্রীলঙ্কাকে এবং তৃতীয় ম্যাচে ৫-২ গোলে স্বাগতিক চীনকে পরাজিত করলেও শেষ ম্যাচে ৩-৬ গোলে পাকিস্তানের কাছে হেরে যায়। যদিও বাংলাদেশ এক ম্যাচ আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। পাকিস্তান-চীন ম্যাচের পর গ্রুপে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হবে। পাকিস্তান চীনকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে বাংলাদেশের রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জাপানকে মোকাবিলা করার সম্ভাবনাই বেশি রয়েছে।

Rent for add