নিজস্ব প্রতিবেদক : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৫:০৮:০৫
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল সেরা চারে উঠে চমক দেখিয়েছে। আজ সোমবার ৭ জুলাই তারা গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ৩-০ গোলে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে।
যদিও বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে পরাজিত হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। আজ একই ব্যবধানে শেষ ম্যাচে হংকংকে পরাজিত করে সুপার ফোর নিশ্চিত করে।
বাংলাদেশ আজ চীনের দাজহুতে হংকংয়ের সঙ্গে প্রথম দুই কোয়ার্টার গোলশূন্য ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে ৩৪ মিনিটে কনা আক্তার ফিল্ড গোল করে লিড আনেন। এরপরই আইরিন রিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়।
হংকং খেলায় ফেরার জন্য শেষ কোয়ার্টারে মরিয়া ছিল। ৫৭ মিনিটে অধিনায়ক রিমন পেনাল্টি কর্ণার থেকে গোল করলে বাংলাদেশের জয় ছিল সময়ের অপেক্ষা। আম্পায়ারের শেষ বাঁশির সঙ্গে বাংলাদেশ দল উল্লাসে মাতে।
এ গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে একে অন্যের মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল ফাইনাল অন্য দুই দল তৃতীয় স্থানের জন্য লড়বে।
Rent for add