নিজস্ব প্রতিবেদক : ৫ জুলাই ২০২৫, শনিবার, ২২:৫৯:০১
মোহাম্মদ আবদুল্লাহ ও ইসমাইল হোসেনের জোড়া হ্যাটট্রিকের উপর ভর করে বাংলাদেশ বড় জয় পেয়েছে। আজ ৫ জুলাই শনিবার চীনের দাজহুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে শোচনীয়ভাবে পরাজিত করে। এক তরফার এ লড়াইয়ে লাল-সবুজের দল ১৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হংকংকে পরাজিত করেছিল।
প্রথম কোয়ার্টারে ৩-০ গোলে লিড নেয় বাংলাদেশ। বিরতি যাওয়ার আগে সেই লিড হয় ৭-০। তৃতীয় কোয়ার্টারে মাত্র এক গোল করলেও শেষ কোয়ার্টারে আরো পাঁচ গোল হয়। এতে মোট ১৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল।
শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক মোহাম্মদ আবদুল্লাহ ১৩, ১৭, ১৯ ও ৫৭ মিনিটে হ্যাটট্রিকসহ চার গোল করেন। ইসমাইল হোসেন ৯, ২৪ ও ৪৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন। এছাড়া সহঅধিনায়ক দীন ইসলাম জয় ৮ ও ২২ মিনিটে এবং সাজেদুল সাজেদ ৫৭ ও ৬০ মিনিটে দুটি করে গোল করেছেন। এছাড়া বিশাল আহমেদ ৩৯ ও মোহাম্মদ মেহেদী ৫৩ মিনিটে গোল করেন।
Rent for add