• ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫

শোচনীয় হারের পর জয় পেলো মেয়েরা

বাংলাদেশ ৩:০ উজবেকিস্তান

পরাজয়ের ধকল কাটিয়ে উঠে অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ ৫ জুলাই শনিবার অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তারা ৩-০ গোলে উজবেকিস্তানকে হারিয়ে জয়ের স্বাদ নিয়েছে। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ১১-০ গোলে পরাজিত হয়েছিল।

চীনের দাজহুতে ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে তিনটি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ২৮ মিনিটে আইরিন রিয়া এবং ৩০ মিনিটে কনা আক্তার জোড়া গোল করেন।

পরবর্তী তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।

Rent for add