• ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বিকেএসপি-কিশোরগঞ্জ ফাইনালে

বিকেএসপি [বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান] ও কিশোরগঞ্জ জেলা ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে। আগামীকাল ২২ মার্চ শনিবার দল দুটি শিরোপা লড়াইয়ে একে অপরের মোকাবেলা করবে। খেলাটি বেলা ২টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আজ ২১ মার্চ শুক্রবার প্রথম সেমিফাইনালে মওলানা ভাসানী ষ্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কিশোরগঞ্জ জেলা ২-১ গোলে যশোর জেলাকে পরাজিত করে।

এদিকে দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপি বড় জয় পেয়েছে। তারা এক তরফার এ ম্যাচে ১২-০ গোলে রাজশাহী জেলাকে হারিয়েছে।

সেমিফাইনালে পরাজিত যশোর জেলা ও রাজশাহী জেলা আগামীকাল ২২ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টায় মওলানা ভাসানী ষ্টেডিয়ামে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে।

Rent for add