নিজস্ব প্রতিবেদক : ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২২:৫৮:৫০
ব্র্যাক ব্যাংক ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আগামীকাল ২১ মার্চ শুক্রবার রাজধানীর দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
প্রথম সেমিফাইনালে মওলানা ভাসানী স্টেডিয়ামে সকাল ৯টায় গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন যশোর জেলা ও গ্রুপ ‘বি’ রানার্সআপ কিশোরগঞ্জ জেলা পরস্পরের মোকাবেলা করবে।
দ্বিতীয় সেমিফাইলে বাংলাদেশ বিমান বাহিনী গ্রাউন্ডে সকাল ৯টায় গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রুপ ‘এ’ রানার্সআপ রাজশাহী জেলা প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে প্রতিযোগিতার ফাইনাল খেলা ২২ মার্চ শনিবার দুপুর ২টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল সাড়ে ৯টায় একই ভেন্যুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে গ্রুপ পর্বের শেষ খেলায় আজ ২০ মার্চ বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে রাজশাহী জেলা ৩-০ গোলে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে।
Rent for add