• ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

গোলের বন্যা : ৩ ম্যাচে ৩৭ গোল

ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি প্রতিযোগিতায় গোলের বন্যা অব্যাহত রয়েছে। আজ ১৯ মার্চ ৩ ম্যাচে ৩৭টি গোল হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে দিনের প্রথম খেলায় কিশোরগঞ্জ জেলা ১৬-০ গোলে রংপুর জেলাকে এবং একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় বিকেএসপি ১৭-০ গোলে ঝিনাইদহ জেলাকে পরাজিত করে।

এদিকে মওলানা ভাসানী ষ্টেডিয়ামে যশোর জেলা ৪-০ গোলে দিনাজপুর জেলাকে হারিয়েছে।

আগামীকাল ২০ মার্চ মওলানা ভাসানী ষ্টেডিয়ামে সকাল ১০টায় চট্টগ্রাম জেলা ও রাজশাহী জেলা পরস্পরের সঙ্গে মোকাবেলা করবে।

Rent for add