নিজস্ব প্রতিবেদক : ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ১৩:১৮:৩১
একদিন বিরতির পর ফের ব্র্যাক ব্যাংক ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্ট আজ ১৪ মার্চ শুক্রবার শুরু হয়েছে। এদিন ঝিনাইদাহ জেলা, ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা ও যশোর জেলা নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি ভেন্যুতে চার খেলায় মোট ৪১টি গোল হয়েছে।
মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে প্রথম খেলায় ঝিনাইদাহ জেলা ৮-০ গোলে রংপুর জেলাকে, দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলা ১৮-০ গোলে কুমিল্লা জেলাকে এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে দিনের তৃতীয় খেলায় রাজশাহী জেলা ৩-০ গোলে দিনাজপুর জেলাকে ও চতুর্থ খেলায় যশোর জেলা ১১-১ গোলে পটুয়াখালী জেলাকে পরাজিত করে।
আগামীকাল ১৫ মার্চ শনিবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে সকাল ১০টায় দিনাজপুর জেলা ও পটুয়াখালী জেলা, বেলা ১২টায় যশোর জেলা ও চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে সকাল ৯টায় ঠাকুরগাঁও জেলা ও কিশোরগঞ্জ এবং ১১টায় বিকেএসপি ও রংপুর জেলা মোকাবেলা করবে।
Rent for add