• ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫

মাঠে গড়ালো ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট

ব্র্যাক ব্যাংক নারী ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। উদ্বোধনী দিনে ঠাকুরগাঁও জেলা, বিকেএসপি ও ঝিনাইদহ জেলা নিজ নিজ খেলায় জয় পেয়েছে। আজ ১১ মার্চ মঙ্গলবার ১১ দলের এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি শাহীন ইকবাল।

উদ্বোধনী দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী ভেন্যুতে প্রথম খেলায় ঠাকুরগাঁও জেলা ১৪-০ গোলে রংপুর জেলাকে, একই ভেন্যুতে দ্বিতীয় খেলায় বিকেএসপি ১৫-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে এবং মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা ১৫-০ গোলে কুমিল্লা জেলাকে পরাজিত করে।

আগামীকাল ১২ মার্চ বুধবার মওলানা ভাসানী হকি ষ্টেডিয়ামে সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা ও কিশোরগঞ্জ জেলা এবং একই ভেন্যুতে বেলা সাড়ে ১২টায় বিকেএসপি ও কুমিল্লা জেলা মোকাবেলা করবে।

Rent for add