• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

যুব বিশ্বকাপ হকিতে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সদ্যসমাপ্ত যুব এশিয়া কাপে পঞ্চম হয়ে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা এ কৃতিত্ব দেখান। আসরের শুরুতে বাংলাদেশ স্বাগতিক ওমানকে হারিয়ে শুভসূচনা করে। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে শোচনীয় পরাজয় বিশ্বকাপে কোয়ালিফাই করা নিয়ে শঙ্কায় ফেলে দিয়েছিল। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে মালয়েশিয়া আর চীনকে রুখে দিয়ে বিশ্বকাপে যাবার সম্ভাবনা জোরালো করে তোলে। এরপর পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে স্বপ্নের বিশ্বকাপে পৌঁছে যায় লাল-সবুজের দেশ। পরবর্তীতে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে সেরা সাফল্য তুলে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বছর ডিসেম্বরে এই যুব বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।

জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ১টি জয় পেয়েছে। ২টি ড্র করেছে। ১টি ম্যাচ হেরেছে। কিন্তু স্থান নির্ধারণীর ২টি ম্যাচেই জয় পেয়েছে। ফলে মোট ৬টি ম্যাচের মধ্যে ৩টি জয় এসেছে। ২টি ড্র হয়েছে। ১টি ম্যাচ হেরেছে। প্রতিপক্ষের জালে ১৯টি গোল দিয়ে ১৫টি গোল খেয়েছে। দলের হয়ে হ্যাটট্রিকসহ সর্বোচ্চ ৭ গোল করেন রকি। এ আসর থেকে ৭টি দল যুব বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। দলগুলো হচ্ছে চ্যাম্পিয়ন ভারত, রানার্সআপ পাকিস্তান, তৃতীয় জাপান, চতুর্থ মালয়েশিয়া, পঞ্চম বাংলাদেশ, ষষ্ঠ চীন এবং সপ্তম থাইল্যান্ড। গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ওমানের রাজধানী মাসকাটে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

যেভাবে যুব বিশ্বকাপে…
যুব এশিয়া কাপ টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মোট ১০টি দল অংশগ্রহণ করেছিল। ‘এ’ গ্রুপে ছিল ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, চাইনিজ তাইপে ও থাইল্যান্ড। ‘বি’ গ্রুপে ছিল পাকিস্তান, মালয়েশিয়া, বাংলাদেশ, ওমান ও চীন। গত জুনে লাল-সবুজের দল সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপের টিকিট পেয়েছিল। মূল পর্বে খেলার সুযোগ কাজে লাগিয়ে বাংলার দামাল ছেলেরা পঞ্চম হয়ে স্বপ্নের বিশ্বকাপে পৌঁছে যায়। গ্রুপ পর্ব আর স্থান নির্ধারণী ম্যাচগুলোয় কোন দলের সঙ্গে কেমন পারফরম্যান্স করেছে সেদিকে এবার দৃষ্টি ফেরানো যাক।

গ্রুপ পর্ব

২৬ নভেম্বর
বাংলাদেশ ৩:১ ওমান
ম্যান অব দ্য ম্যাচ: রকি

২৮ নভেম্বর
বাংলাদেশ ০:৬ পাকিস্তান
ম্যান অব দ্য ম্যাচ: আম্মাদ

৩০ নভেম্বর
বাংলাদেশ ২:২ মালয়েশিয়া
ম্যান অব দ্য ম্যাচ: নয়ন

১ ডিসেম্বর
বাংলাদেশ ১:১ চীন
ম্যান অব দ্য ম্যাচ: সামিন

৩ ডিসেম্বর
পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ
বাংলাদেশ ৭:২ থাইল্যান্ড
ম্যান অব দ্য ম্যাচ: আমিরুল

৪ ডিসেম্বর
পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ
বাংলাদেশ ৬:৩ চীন
ম্যান অব দ্য ম্যাচ: আমিরুল

বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
ম্যানেজার: মো. কাওসার আলী। কোচ: মওদুদুর রহমান শুভ। ফিজিও: জয় সাহা। খেলোয়াড়: মো. নুরুজ্জামান নয়ন. মো. মাহমুদ হাসান, এম এম মেহরাব হাসান সামিন (অধিনায়ক), মো. শাহিদুল হক সৈকত, সুমান্ত চাকমা, আমান শরীফ অভয়, মো. হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, মো. শাহিদুর রহমান সাজু, মো. তানভির রহমান সিয়াম, মো. রাহিদ হোসেন জীবন, মো. তৈয়ব আলী, মো. রাকিবুল হাসান রকি, মো. সাদ্দাম খান, মো. মেহেদী হাসান অভি, মো. শিমুল ইসলাম, মো. ওবাইদুল হোসেন জয় ও মোহাম্মদ আবদুল্লাহ।

Rent for add