নিজস্ব প্রতিবেদক : ২৮ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১:০৯:৩৯
জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার পর নানামুখি সংস্কারের মাধ্যমে সব সেক্টর থেকে দূর্নীতি নির্মূলে চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার। এ থেকে ক্রীড়াঙ্গনও বাইরে নয়।
তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ের সর্বত্র ক্রীড়ায় পুর্নগঠনের চেষ্টা চলছে। তারই ধারাবাহিকতার পেক্ষাপটে সার্চ কমিটি হকিসহ ৯টি ফেডারেশনের (ব্রিজ, টেনিস, স্কোয়াশ, কাবাডি, অ্যাথলেটিকস, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার, বাস্কেটবল, দাবা ও হকি) বিদ্যমান নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করার সুপারিশ করলে তা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এক প্রজ্ঞাপণের মাধ্যমে তা বাস্তবায়ন করে। একই সঙ্গে অবশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কার্যক্রম চলমান রয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশন
সভাপতি: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সহসভাপতি: গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.), শাহিন মাহমুদ, আসিফ মাহমুদ।
সাধারণ সম্পাদক: লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)।
যুগ্মসম্পাদক: কাজী আবু জাফর তপন।
কোষ্যাধ্যক্ষ: খাজা মাঞ্জের নাদিম।
সদস্য: হোসেন ইমাম শান্টা, কাউছার আলী, শহিদ উল্লাহ দোলন, ইশতিয়াক সাদেক, বায়েজিদ হায়দার, বদরুল ইসলাম দিপু, মো. ইকবাল হোসেন, পারভীন নাছিমা নাহার পুতুল, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিকেএসপি প্রতিনিধি।
Rent for add