• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

হংকংয়ে বাংলাদেশ মাস্টার্স দলের টানা চার হার

বাংলাদেশ মাস্টার্স দল টানা চার হার দিয়ে ২৫ নভেম্বর শনিবার ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষ করেছে। এদিন গ্রুপের সবচেয়ে দুর্বল দল স্বাগতিক হংকং সোনাম দলের কাছেও ২-১ গোলে পরাজিত হয়েছে।

হংকং শহরে অনুষ্ঠিত উর্ধ্ব-৪০ ক্যাটাগরিতে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ অবশ্য প্রথম কোয়ার্টারে গাজী মোহাম্মদ বাচ্চুর গোলে এগিয়ে যায় এবং দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত ১-০ গোলের লিড নিয়ে এগিয়ে ছিল। কিন্তু তৃতীয় কোয়ার্টারে এসে হংকংয়ের হাসান রিজওয়ান দলকে ১-১ গোলে সমতায় ফেরান। শুধু তাই নয়, চতুর্থ কোয়ার্টারে তিনি গোল দিয়ে হংকংকে জয় উপহার দেন।

এর আগে বাংলাদেশ ২১ নভেম্বর নিজস্ব প্রথম ম্যাচে ০-৯ গোলে মালয়েশিয়ার কাছে, ২২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ০-১১ গোলে স্বাগতিক হংকং এর কাছে এবং ২৪ নভেম্বর তৃতীয় ম্যাচে ১-১৩ গোলে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয়।

উল্লেখ্য গ্রুপ পর্বে মোট ৪ ম্যাচে বাংলাদেশ ৩৫টি গোল হজম করে মাত্র ২টি গোল করেছে।

Rent for add