• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

সিঙ্গাপুরের মতো দলের কাছেও ১৩ গোলে হার

ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল একের পর এক হেরেই চলেছে। আজ ২৪ নভেম্বর সিঙ্গাপুরের কাছে গোলের বন্যায় ভেসেছে।

হংকং শহরে অনুষ্ঠিত উর্ধ্ব-৪০ ক্যাটাগরির এ আসরে সিঙ্গাপুর দল একচেটিয়া আধিপত্যে বিস্তার করে ১৩-১ গোলে বাংলাদেশকে শোচনীয়ভাবে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৬-০ গোলে এগিয়ে ছিল।

এ নিয়ে বাংলাদেশ মাস্টার্স দল টানা তিন ম্যাচেই হেরে গেলো। ২১ নভেম্বর নিজস্ব প্রথম ম্যাচে ০-৯ গোলে মালয়েশিয়ার কাছে, ২২ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ০-১১ গোলে স্বাগতিক হংকং এর কাছে এবং আজ ২৪ নভেম্বর তৃতীয় ম্যাচে ১-১৩ গোলে সিঙ্গাপুরের কাছে পরাজিত হয়েছে।

মোট ৩ ম্যাচে বাংলাদেশ ৩৩টি গোল হজম করে মাত্র ১টি গোল দিয়েছে। দলের হয়ে একমাত্র গোলটি করেন মো. শহিদ উল্লাহ খোকন।

 

Rent for add