• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

এবার গোল বন্যায় ভাসলো মাস্টার্স দল

বাংলাদেশ ০ : ১১ হংকং
বাংলাদেশ মাস্টার্স দল মঙ্গলবার মালয়েশিয়ার কাছে ৯-০ গোলে হারার পর ধারণা করা হয়েছিল বুধবার স্বাগতিক হংকং এর কাছে বড় ব্যবধানে হারতে পারে! অপ্রিয় হলেও সত্যি ঠিকই ১১-০ গোলে হেরেছে।

ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপে তাই বলে হংকং এর কাছে বাংলাদেশ গোলের বন্যায় ভাসবে সেটা হকির সঙ্গে সম্পৃক্ত কেউ স্বপ্নেও ভাবতে পারেননি।

গ্রুপ পর্বে উর্ধ্ব-৪০ ক্যাটাগরিতে বাংলাদেশের সামনে আরো দুটি ম্যাচ রয়েছে। আশা করা হচ্ছে স্বাগতিক হংকং এর আরেকটি দল এবং সিঙ্গাপুরের সঙ্গে জয়ের সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে মালয়েশিয়ার কাছে ৯টি এবং হংকং এর কাছে ১১টি মোট ২ ম্যাচে ২০টি গোল হজম করেছে। বিপরীতে একটি গোলও দিতে পারেনি বাংলাদেশ। পরবর্তী দুটি ম্যাচে লাল-সবুজের দল জয় পাবে এমনটাই মনে করছেন হকির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞমহল।

 

Rent for add