• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

মাস্টার্স হকিতে মালয়েশিয়ার কাছে ৯ গোল হজম

বাংলাদেশ ০ : ৯ মালয়েশিয়া
ওয়ার্ল্ড মাস্টার্স হকি এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ মাস্টার্স হকি দল নিজেদের প্রথম ম্যাচে শোচনীয়ভাবে মালয়েশিয়া মাস্টার্স হকি দলের কাছে পরাজিত হয়েছে।

উর্ধ্ব-৪০ ক্যাটাগরিতে মঙ্গলবার দুপুরে  হংকংয়ে অনুষ্ঠিত এক তরফার এ ম্যাচে মালয়েশিয়া ৯-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল এক হালি গোলে এগিয়ে ছিল।

বাংলাদেশ দল প্রতিপক্ষের সঙ্গে মোটেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে খেলতে পারেনি। সারাক্ষণ চাপের মুখে থেকে তারা মালয়েশিয়ার আক্রমণ ঠেকাতেই ব্যস্ত ছিল।

বুধবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক হংকং এর সঙ্গে মোকাবেলা করবে। ধারণা করা হচ্ছে এ ম্যাচেও বড় ব্যবধানে হারতে পারে!

 

 

Rent for add