নিজস্ব প্রতিবেদক : ১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ১৮:২৪:০৬
বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় হকি দলের তারকা ডিফেন্ডার রেজাউল করিম বাবু। ১০ নভেম্বর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন তিনি। কনে আতিয়া ইবনাহা আঞ্জুমান। বিকেএসপির কনভেনশন হলে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। দীর্ঘ ৫ বছরের প্রণয়কে (ভালোবাসা) পরিণয়ে রূপ দিলেন বাবু-আঞ্জুমান। এক পারিবারিক অনুষ্ঠানে দুজনের প্রথম দেখা। সেখান থেকে ভালোলাগা-ভালোবাসার শুরু। প্রথম দেখাতেই আঞ্জুমানের প্রেমে পড়ে যান বাবু। ভালোলাগার কথা গোপন রাখেননি। নিজেদের পছন্দের কথা দুই পরিবারকে জানানোর পর দুজনের চারহাতকে মিলিয়ে দিলেন তাদের পরিবার।
জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক বাবুর নববধূ আঞ্জুমান সাভার ইউনির্ভাসিটি কলেজে ইংরেজিতে সম্মান প্রথম বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন। অন্যদিকে হকি খেলার পাশাপাশি বাবুও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত। তবে খেলার চাপে নিজে পড়াশুনা ঠিকঠাক না করলেও স্ত্রীর পড়াশোনাতে কোনো আপত্তি নেই।
হকি প্রসঙ্গে আঞ্জুমান বলেন, খেলাটি সম্পর্কে আগে তেমন ধারণা ছিল না। বাবুর সঙ্গে পরিচয়ের পর থেকে হকির খোঁজ-খবর রাখা শুরু করি। ও’ জাতীয় দলের একজন সেরা খেলোয়াড় এটা আমি প্রথমে পত্র-পত্রিকা পড়ে জেনেছি। এরপর তো দীর্ঘদিনের সম্পর্ক। গত বছর ফ্রাঞ্চাইজি হকি লিগে বাবুদের টিম একমি চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়। টিভিতে আমি সেসব খেলা দেখেছি। আগে আমি হকি খেলাটা মোটেও বুঝতাম না। এখন অনেকটাই বুঝি।
বিয়ে প্রসঙ্গে বাবু বলেন, নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেনো সুখে-দুখে আমৃত্যু কাটাতে পারি।
Rent for add