• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

এশিয়াডে জুরির দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন রশিদ সিকদার

১৯তম এশিয়ান গেমসে হকি ডিসিপ্লিনের মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি ও এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার।

চীনের হাংজু নগরীর গুয়াংশু কানাল স্পোর্টস পার্ক ফিল্ড হকি স্টেডিয়ামে এই ডিসিপ্লিনের খেলা গত ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। দেশবরেণ্য এই ক্রীড়া সংগঠক মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং একই সঙ্গে সর্বত্র মহলে প্রশংসিত হন। এই কৃতী সংগঠক জাতীয় পর্যায় ছাপিয়ে আন্তর্জাতিক পর্যায়ও হকি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন।

উল্লেখ্য এশিয়ান গেমসে এবার ১২টি দল অংশগ্রহণ করে। দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করেছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে খেলেছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড। পুরুষ হকিতে ভারত স্বর্ণ, জাপান রৌপ্য ও দক্ষিণ কোরিয়া ব্রোঞ্জ পদক পেয়েছে। অন্যদিকে নারী হকিতে স্বাগতিক চীন স্বর্ণ, দক্ষিণ কোরিয়া রৌপ্য ও ভারত ব্রোঞ্জ পদক জিতেছে।

উল্লেখ্য বিশ্ব ক্রীড়ার অন্যতম এই ক্রীড়া উৎসব শেষে ৯ অক্টোবর ১৯তম এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার দেশে ফিরেছেন।

 

Rent for add