• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ

ভারত ১২ : ০ বাংলাদেশ

হকির পরাশক্তি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য দিন দিন বেড়ে চলেছে। আন্তর্জাতিক আসরে অংশ নিলে সেই চিত্রটা আরো বেশি ফুটে ওঠে।

চীনের হাংজুতে চলমান এশিয়ান গেমসে বাংলাদেশ খেলেছে ভারত, পাকিস্তান ও জাপানের সঙ্গে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে অন্য দুই দল উজবেকিস্তান ও সিঙ্গাপুর।

জাপান ও পাকিস্তানের পর ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ হকি দল। গেমসের শুরুটা ছিল জাপানের কাছে ৭-২ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পরাজয় ছিল ৫-২ গোলে।

এর পর অপেক্ষাকৃত কম শক্তির সিঙ্গাপুরকে ৭-৩ এবং উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। হেরেছে ১২-০ গোলে। এ দিন ভারতের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। প্রধমার্ধে তারা ৬ গোলে এগিয়ে ছিল। বিরতি থেকে ফিরে দিয়েছে আরো ৬ গোল।

বাংলাদেশ এশিয়াডে সপ্তম নাকি অষ্টম হয়ে ফিরবে তার উত্তর মিলবে ৬ অক্টোবর। ওমানের বিপক্ষে বাংলাদেশ সপ্তম হওয়ার লড়াইয়ে নামবে।

Rent for add