• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বাংলাদেশ-চীনের গা-গরমের ম্যাচ

এশিয়ান গেমস সামনে রেখে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) হাংজুতে বাংলাদেশ ও স্বাগতিক চীন একে অপরের সঙ্গে গা-গরমের ম্যাচে মুখোমুখি হয়েছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চীন ৩-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে।

এর আগে ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে দলটি চীনের উদ্দ্যেশে ঢাকা ছেড়ে গোয়াংজুতে ঘন্টাদেড়েক ট্রানজিট শেষে ১৯ সেপ্টেম্বর দুপুরে হাংজু পৌঁছেই সন্ধ্যায় খেলোয়াড়রা অনুশীলনে নেমে পড়েন।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে। এ আসরে বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুর ও উজবেকিস্তানের বিপক্ষে জয়ের আশা করছে।

বাংলাদেশ স্কোয়াড

কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

স্ট্যান্ডবাই : শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুল্লাহ।

Rent for add