নিজস্ব প্রতিবেদক : ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ০:২৭:৪০
বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ ১৯তম এশিয়ান গেমসে হকি ডিসিপ্লিনের মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
চীনের হাংজু নগরীর গংশু কানাল স্পোর্টস পার্ক ফিল্ড হকি স্টেডিয়ামে এই ডিসিপ্লিনের খেলা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য এই দুই ক্রীড়া সংগঠক মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বর্তমানে এশিয়ান হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি পদে আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ এবং একটানা তিন মেয়াদে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে এই দুই কৃতী সংগঠক জাতীয় পর্যায় ছাপিয়ে আন্তর্জাতিক পর্যায়ও হকি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন।
এশিয়ান গেমসে ১২টি দলের অংশগ্রহণে হকি ডিসিপ্লিনে এবার দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড। ৬ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আসন্ন এশিয়াডে ৬১টি ডিসিপ্লিনের মধ্যে হকি অন্যতম একটি জনপ্রিয় ডিসিপ্লিন।
উল্লেখ্য বিশ্ব ক্রীড়ার অন্যতম এই ক্রীড়া উৎসব শেষে আগামী ৯ অক্টোবর ১৯তম এশিয়ান গেমসের হকি ডিসিপ্লিনের মেম্বার অব জুরি অব অ্যাপিল কমিটির দুই সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার ও আলহাজ্ব এ কে এম মমিনুল হক সাঈদ দেশে ফিরবেন।
Rent for add