নিজস্ব প্রতিবেদক : ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৯:১৫:১৭
১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ জাতীয় হকি দল এখন চীনের হাংজু নগরীতে অবস্থান করছে। গত ১৮ সেপ্টেম্বর মধ্যরাতে দলটি চীনের উদ্দ্যেশে ঢাকা ছেড়ে গোয়াংজুতে ঘন্টাদেড়েক ট্রানজিট শেষে ১৯ সেপ্টেম্বর দুপুরে হাংজু পৌঁছেই সন্ধ্যায় খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন।
জাতীয় হকি দলের সহকারী ম্যানেজার শহিদউল্লাহ টিটু হাংজু থেকে মুঠোফোনে হকিবাংলাদেশ.কম-কে বলেন, আমরা ১৯ সেপ্টেম্বর দুপুরে অ্যাথলেট ভিলেজে পৌঁছেছি। এর আগের দিন মধ্যরাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে মধ্যপথে গোয়াংজুতে ঘন্টাদেড়েকের মতো ট্রানজিট ছিল। এক প্রশ্নে বলেন, দুপুরে কিছুটা সময় বিশ্রাম নি্য়েই দলের খেলোয়াড়রা অ্যাথলেট ভিলেজের ইনডোরে অনুশীলন করেছেন।
শহিদউল্লাহ টিটু আরো বলেন, আশা করছি ২০ সেপ্টেম্বর থেকে স্থানীয় মাঠে অনুশীলনে নামতে পারবো। কিন্তু আয়োজক কমিটি থেকে এখনো আমরা কোনো অনুশীলন সিডিউল পাইনি। এক প্রশ্নে তিনি জানান, দলের ম্যানেজার মাহবুবুল এহসান রানা সিডিউল সংক্রান্ত বিষয়ে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছেন।
উল্লেখ্য এশিয়ান গেমসের ১৯তম আসরে এবার ১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড।
বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে। এ আসরে বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুর ও উজবেকিস্তানের বিপক্ষে জয়ের আশা করছে।
বাংলাদেশ স্কোয়াড
কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।
খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।
স্ট্যান্ডবাই : শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুল্লাহ।
Rent for add