• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

আজ রাতে চীন যাচ্ছেন জিমি-শিটুল-আশরাফুলরা

আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ জাতীয় হকি দল আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে চীনের হাংজুর উদ্দেশ্য ঢাকা ছাড়ছে। স্থানীয় গংশু কানাল স্পোর্টস পার্ক ফিল্ড হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের এই ডিসিপ্লিনের খেলা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড।

বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২৪ সেপ্টেম্বর জাপানের সঙ্গে মোকাবেলা করবে। এরপর ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে।

বাংলাদেশ স্কোয়াড

কর্মকর্তা : মাহবুবুল এহসান রানা (ম্যানেজার), শহিদুল্লাহ টিটু (সহকারী ম্যানেজার), ইয়ং কিউ কিম (প্রধান প্রশিক্ষক) ও মোহাম্মদ আশিকুজ্জামান (সহকারী প্রশিক্ষক)।

খেলোয়াড় : বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, রোমান সরকার, নাঈম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।

স্ট্যান্ডবাই : শহিদুল ইসলাম সৈকত, আবেদ উদ্দিন, সাইজুদ্দিন ও আবদুল্লাহ।

Rent for add