• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ক্লাবগুলোর ওপর নির্ভর করছে কবে গড়াবে প্রিমিয়ার লিগ!

ঘরোয়া হকির সর্বোচ্চ দলগত আসর প্রিমিয়ার ডিভিশন লিগ আয়োজনে তোড়জোর শুরু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। লিগ মাঠে গড়ানোর লক্ষে ইতোমধ্যে ক্লাবগুলোর কাছে লিগ কমিটিতে প্রতিনিধির নাম প্রেরণের জন্য চিঠি পাঠানো হচ্ছে। অক্টোবরে দলবদল সম্পান্ন করে নভেম্বরে লিগ শুরুর পরিকল্পনা করছে ফেডারেশন। কিন্তু অতীতে কখনোই ফেডারেশন নির্দিষ্ট সময়ে দলবদল ও লিগ মাঠে গড়াতে পারেনি। বরং ক্লাবগুলোর মেজাজ-মর্জির ওপর ভর করেই দলবদল ও লিগ শুরু করতে হয়েছে। তাই হকির সঙ্গে সম্পৃক্ত অভিজ্ঞমহল মনে করছেন ক্লাবগুলোর ওপরই নির্ভর করছে কবে গড়াবে প্রিমিয়ার লিগ!

আন্তর্জাতিক আঙিনায় ঘরোয়া হকি নানারকম টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে নিয়মিত সরব থাকলেও নিজ ভূমিতেই যেনো পরবাসী হয়ে আছে সম্ভাবনাময় এই খেলাটি। ২০১৮ সালের পর অনেক কাঠখড় পুড়িয়ে ২০২১ সালে সবশেষ প্রিমিয়ার লিগ আয়োজন করেছিল ফেডারেশন।

এদিকে গত জুনে নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক হকি নিয়েই বেশি ব্যস্ত সময় কাটিয়েছে। এবার তারা ঘরোয়া হকিতে নজর দিচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ হকিবাংলাদেশ.কম-কে বলেন ‘২০২১ সালে প্রিমিয়ার লিগ হয়েছে। এ বছর প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ হয়েছে। এখন আমরা প্রিমিয়ার শুরুর উদ্যোগ নিয়েছি।

অপরদিকে প্রিমিয়ার ডিভিশন হকি লিগ কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না জানিয়েছেন, জাতীয় হকি দল এশিয়ান গেমসে অংশ নিতে ১৮ সেপ্টেম্বর চীন যাবে। আমরা এখন জাতীয় দল নিয়ে একটু ব্যস্ত আছি। তারপরও ১৭ বা ১৮ সেপ্টেম্বর লিগ কমিটির সভা করার লক্ষ্য নিয়ে কাজ গুছিয়ে নিচ্ছি। লিগ কমিটিতে প্রতিনিধির নাম প্রেরণের জন্য ক্লাবগুলো চিঠি পাঠানো হচ্ছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ আরো বলেন, প্রিমিয়ার লিগ শুরুর বিষয়টি ক্লাবগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে ব্যক্তিগতভাবে আমি অক্টোবরের শেষ সপ্তাহে দলবদল আয়োজন করতে চাই। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্লাব কাপ দিয়ে খেলা শুরু করার ইচ্ছা আছে। ক্লাব কাপ শেষে কয়েকদিন বিরতি দিয়ে শুরু করা হবে প্রিমিয়ার লিগ। এমন পরিকল্পনা নিয়েই ১২ দলের অংশগ্রহণে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর জন্য কাজ চলছে।

উল্লেখ্য প্রিমিয়ার লিগের দলগুলো হচ্ছে মেরিনার ইয়াংস, মোহামেডান, আবাহনী, বাংলাদেশ এসসি, ভিক্টোরিয়া এসসি, আজাদ এসসি, বাংলাদেশ পুলিশ, সোনালী ব্যাংক, দিলকুশা এসসি, সাধারণ বীমা কেএস, অ্যাজাক্স এসসি ও ঊষা ক্রীড়া চক্র।

Rent for add