নিজস্ব প্রতিবেদক : ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩৭:৪৫
বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আলহাজ্ব আব্দুর রশিদ সিকদার ১৯তম এশিয়ান গেমসে এশিয়ান হকি ফেডারেশনের মেম্বার অব জুরি অব অ্যাপিল মনোনীত হয়েছেন।
বিশিষ্ট রাজনীতিবিদ ও মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার দীর্ঘ দিন ধরে হকির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঘরোয়া হকির অন্যতম জনপ্রিয় দল উষা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এবং বাংলা ভাষায় হকির প্রথম অনলাইন নিউজ পোর্টাল হকিবাংলাদেশ.কম এর প্রকাশক ও সম্পাদক।
জাতীয় পর্যায় ছাপিয়ে আব্দুর রশিদ সিকদার আন্তর্জাতিক পর্যায়ও হকি উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছেন। তিনি এশিয়ান হকি ফেডারেশনে একটানা তিন মেয়াদে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
চীনের হাংজু নগরীর গংশু কানাল স্পোর্টস পার্ক ফিল্ড হকি স্টেডিয়ামে এই ডিসিপ্লিনের খেলা আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
১২টি দলের অংশগ্রহণে দুটি গ্রুপে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর এবং ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড। ৫ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আসন্ন এশিয়ান গেমসের ৬১টি ডিসিপ্লিনের মধ্যে হকি অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন।
Rent for add