নিজস্ব প্রতিবেদক : ১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ০:২৭:৩৩
ওমানের সালালাহে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে খেলে আসা জাতীয় পুরুষ ও জাতীয় নারী দলকে বাংলাদেশ হকি ফেডারেশন আগামী ১৪ সেপ্টেম্বর সংবর্ধনা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। তিনি মঙ্গলবার রাতে বলেন, এ দিন দুপুর ১২টায় বাংলাদেশ বিমানবাহিনী ফ্যালকন হলে সংবর্ধনা দেওয়া হবে।
প্রথমবারের মতো এ ধরনের ফাইভ এ সাইড টুর্নামেন্ট খেলতে গিয়ে লাল-সবুজের দল প্রত্যাশার চেয়ে অনেক ভাল খেলেছে। বিশেষ করে পুরুষ দল চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত অনভিজ্ঞতার কারণে কাঙ্খিত লক্ষে পৌঁছুতে পারেনি। তারা ৭ ম্যাচে ৩টি জয় এবং ৪টিতে পরাজয়সহ ১০ দলের লড়াইয়ে পঞ্চম হয়েছে। দলের শাওন ও আবেদ সর্বোচ্চ ১১টি করে গোল করেন। বাংলাদেশ ৩৯ গোল দিয়ে খেয়েছে ৬০টি গোল। এ আসরে অসাধারণ নৈপুন্যে দেখিয়ে অধিনায়ক অসীম গোপ সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন।
অপরদিকে নারী দলও ফাইভ এ সাইড টুর্নামেন্ট প্রথমবারের মতো খেলতে নেমে দুর্দান্ত লড়েছে। ৬ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ৩ হারে ১০ দলের অংশগ্রহণে দলগতভাবে অষ্টম হলেও মাঠে মেয়েদের নৈপুন্যে ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টে অর্পিতা ৬ ম্যাচে ২০ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন। রিয়া ১৬টি গোল করে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক হকিতে প্রথম কোনো বাংলাদেশী খেলোয়াড় হিসেবে একটানা তিন ম্যাচে পরপর তিনটি হ্যাটট্রিক এবং ওই তিন ম্যাচে পরপর তিনবার ম্যান অব দ্য ম্যাচ হয়ে অনন্য কৃতিত্ব দেখান। তবে ৬ ম্যাচে বাংলাদেশ ৪৪টি গোল করে বিপরীতে হজম করেছে ৩৫টি গোল।
এছাড়া একই দিনে একই ভেন্যুতে আসন্ন ১৯তম এশিয়ান গেমস উপলক্ষে জাতীয় হকি দলের জার্সি উম্মোচন করা হবে।
Rent for add