• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

এশিয়ান গেমসে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নয়ন

এশিয়ান গেমসের মতো বড় আসরে জায়গা করে নিয়েছেন উদীয়মান গোলরক্ষক মো. নুরুজ্জামান নয়ন। বিশেষ করে অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন ও সাইজুদ্দিনদের মতো দেশসেরা গোলরক্ষকদের পেছনে ফেলে চমক দেখান দিনাজপুর মুন্সিপাড়ার ছেলে নয়ন।

রোমান সাম্রাজ্যের বিশাল অধিপতি পন্ডিত জুলিয়াস সিজারের বিখ্যাত উক্তি ‘ভিনি ভিডি ভিসি’ অর্থাৎ এলাম, দেখলাম, জয় করলামের মতোই যেন নয়নের এগিয়ে চলা। খুব বেশি দিন হয়নি হকি অঙ্গনে পা রেখেছেন। অথচ এর মধ্যেই জীবনের অনেকগুলো অধরা স্বপ্নপূরণ করে ফেলেছেন। ২০১৬ সালে সাভারের বিকেএসপিতে ভর্তি হয়ে মনে মনে পণ করেছিলেন একদিন লাল-সবুজ জার্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ান গেমসে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নটা এখন পূরণ হতে চলেছে।

শুধু তাই নয়, স্বপ্ন দেখতেন তিনি দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদিন ভর্তি হবেন। সেই স্বপ্নও তার পূরণ হয়েছে। চারুকলার ছাত্র হিসেবে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছেন।

জীবনের বড় দুটি স্বপ্ন পূরণ হওয়ায় জাতীয় দলের তরুণ গোলরক্ষক নয়ন এক প্রশ্নে বলেন, ‘জাতীয় দলে খেলার সৌভাগ্য সবার হয় না। আমি অত্যন্ত সৌভাগ্যবান সেই সুযোগ পেয়েছি। তাও এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে। কঠোর পরিশ্রমই আমাকে এতদূর নিয়ে এসেছে। ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল একদিন লাল-সবুজ জার্সিতে জাতীয় দলে খেলব। আল্লাহ পাকের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

বিকেএসপিতে ভর্তি হওয়ার পর নয়নকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তরতর করে শুধু এগিয়েছেন উন্নতির গ্রাফ। ছাত্র থাকাকালীন সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে বিজয় দিবস, বিকেএসপি কাপে অংশ নেন। ২০২১ সালে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ হকিতে সুযোগ মেলে। প্রথম সুযোগেই জায়গা করে নেন আবাহনীর মতো চ্যাম্পিয়ন টিমে। ২০২২ সালে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি লিগ হকিতে খেলেন মেট্রো এক্সপ্রেস বরিশালের জার্সিতে। তবে ২০২৩ সালটা নয়নের জীবনে সবচেয়ে আশীর্বাদপুষ্ট বছর। এ বছরই এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার চীনে জাতীয় দলের জার্সী চাপিয়ে অভিষেকের অপেক্ষায় নয়ন।

নয়নের এখন একটাই লক্ষ্য- দীর্ঘ সময় জাতীয় দলকে সার্ভিস দেয়া। বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে নিয়ে যাওয়া।

Rent for add