• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ময়মনসিংহে ৯ সেপ্টেম্বর হকি লিগ শুরু

ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৯ সেপ্টেম্বর থেকে প্রথম বিভাগ হকি লিগ মাঠে গড়াচ্ছে। দু’টি গ্রুপে ১১টি দল অংশ নিতে যাচ্ছে। ‘এ’ গ্রুপে ৫টি এবং ‘বি’ গ্রুপে ৬টি দল রয়েছে।

ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই লিগের ‘এ’ গ্রুপে সিরাজ বয়েজ ক্লাব, মুকুল বয়েজ ক্লাব, সূর্যমুখী যুব জেলা অ্যাথলেটিকস ক্লাব, এডোরিক্স স্পোর্টিং ক্লাব ও প্রভাতী সেনা এবং ‘বি’ গ্রুপে মোহামেডান গ্রিন, আল হেলাল এসি, সিরাজ মেমোরিয়াল ক্লাব, মনামী ক্রীড়া পাঠশালা, রূপান্তর সংঘ ও বৈকালী ক্রীড়া চক্র প্রতিদ্বন্দ্বিতা করবে।

আসন্ন এই লিগ সামনে রেখে গত আগস্ট মাসে ক্লাবগুলোর দলবদল সম্পান্ন হয়েছে। এখন শুরু মাঠে খেলা গড়ানোই বাকি রয়েছে। দীর্ঘ দিন পর হকি লিগ মাঠে গড়াতে যাচ্ছে বলে খেলোয়াড়-কর্মকর্তাদের মাঝে এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৯ সেপ্টেম্বর প্রধান অতিথি হিসেবে প্রথম বিভাগ হকি লিগের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা হকি পরিষদের চেয়ারম্যান ফেরদৌস আহমেদ এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, জাকি আহমেদ, সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ, যুগ্মসম্পাদক মো. মাহবুবুল এহসান রানা ও আরিফুল হক প্রিন্স।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. এহতেশামুল আলম।

 

Rent for add