• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

দেশে ফিরেছে হকি দল, বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা

ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় দল দেশে ফিরেছে। ওমান থেকে বিকেলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ১০ সদস্যের দলটি পৌঁছুলে তাদের ফুলেল শুভেচ্ছা ও মিস্টি মুখ করিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার ও সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ।

বাংলাদেশ জাতীয় হকি দল প্রথমবারের মতো ফাইভ এ সাইড হকিতে খেলতে নেমে প্রত্যাশার চেয়ে অনেক ভাল খেলেছে। শুধু তাই নয়, বিশ্বকাপে খেলার প্রত্যাশা জাগিয়ে অনভিজ্ঞতার কারণে কাঙ্খিত গন্তব্যে পৌঁছুতে পারেনি।

ওমানের সালালাহ শহরে ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ ৭ ম্যাচে ৩টি জয় এবং ৪টিতে পরাজিত হয়েছে। দলের শাওন ও আবেদ সর্বোচ্চ ১১টি করে গোল করেন। বাংলাদেশ ৩৯ গোল দিয়ে খেয়েছে ৬০টি গোল।

এ আসরে অসাধারণ নৈপুন্যে দেখিয়ে অধিনায়ক অসীম গোপ সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড

ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।

কোচ : মো. জাহিদ হোসেন।

পুরুষ দল : অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উদ্দিন।

Rent for add