• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ওমানকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

স্বাগতিক ওমানকে হারাতে পারলেই স্বপ্নের ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ হকি টুর্নামেন্টে পৌঁছে যাবে বাংলাদেশ। ম্যাচটি ওমানের সালালাহ শহরে আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।

ওমান থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, আর একটু পরেই (বাংলাদেশ সময় রাত ৯টা) কোয়ার্টার ফাইনালে আমরা স্বাগতিক ওমানের সঙ্গে খেলতে নামবো। এ ম্যাচে যদি জয় লাভ করি তাহলে সেমিফাইনালে উঠতে পারবো এবং ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবো। দলের সাফল্য কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য গ্রুপ পর্বে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ১০-৫ গোলে, ভারতের কাছে ১৫-১ গোলে ও পাকিস্তানের কাছে ১৫-৬ গোলে অর্থাৎ টানা তিন ম্যাচে হেরে যাওয়ার পর চতুর্থ ম্যাচে বাংলাদেশ ১০-৩ গোলে জাপানকে ও পঞ্চম ম্যাচে স্বাগতিক ওমানকে ৭-৬ গোলে পরাজিত করে। গ্রুপ পর্বে লাল-সবুজ জার্সীধারীরা ৫ ম্যাচে ২৯ গোল দিয়ে খেয়েছে ৪৯টি।

বাংলাদেশ স্কোয়াড

ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।

কোচ : মো. জাহিদ হোসেন।

পুরুষ দল : অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।

Rent for add