নিজস্ব প্র্রতিবেদক : ১ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার, ১৮:৫১:০২
ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে এবার স্বাগতিক ওমানকে হারিয়ে আরেকটি জয় পেয়েছে বাংলাদেশ।
ওমানের সালালাহ শহরে বৃহস্পতিবার (৩১ আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচ তথা পঞ্চম ম্যাচে লাল-সবুজের দল ৭-৬ গোলে ওমানকে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৪-২ গোলে এগিয়ে ছিল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে চমৎকার ক্রীড়াশৈলী দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন সাইফুল আলম শিশির।
এর আগে মালয়েশিয়ার কাছে ১০-৫ গোলে, ভারতের কাছে ১৫-১ গোলে ও পাকিস্তানের কাছে ১৫-৬ গোলে হেরে যাওয়ার পর চতুর্থ ম্যাচে এসে বাংলাদেশ ১০-৩ গোলে জাপানকে পরাজিত করে।
এ ম্যাচে আবেদ উদ্দিন ও সারওয়ার মোর্শেদ শাওন ২টি করে এবং সাইফুল আলম শিশির, দ্বীন মোহাম্মদ ইমন ও মোহাম্মদ হোসেন ১টি করে গোল করেন।
এ নিয়ে লাল-সবুজ জার্সীধারীরা ৫ ম্যাচে ২৯ গোল দিয়ে খেয়েছে ৪৯টি।
উল্লেখ্য ফাইভ-এ সাইড হকির মতো নতুন ফরম্যাটে খেলতে নামা জাতীয় দল টানা তিনটি হারলেও ম্যাচ বাই ম্যাচ ভালো করছিল। যার ফল চতুর্থ ও পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে।
Rent for add