নিজস্ব প্রতিবেদক : ৩০ আগস্ট ২০২৩, বুধবার, ৮:১৮:৪০
ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল নিজেদের প্রথম ম্যাচে ঠিক সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলো না। শক্তিশালী ভারতের কাছে বেশ বড় ব্যবধানেই হেরে গেল।
ওমানের সালালাহ শহরে মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ ১-১৫ গোলে ভারতের কাছে পরাজিত হয়েছে। প্রথমার্ধে ভারতীয় দল ৭-১ গোলে এগিয়ে ছিল।
যদিও মাঠে বল গড়ানোর পরপরই সারোয়ারের ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় মিনিটেই ভারত সমতায় ফেরে। এরপর ম্যাচের পুরো নিয়ন্ত্রণই তাদের কাছে চলে যায়। ফলে ভারত গোলের পর গোল করতে থাকে। এতে লাল-সবুজের দল ভীষণ চাপের মুখে পড়ে। যে কারণে ম্যাচে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।
উল্লেখ্য বাংলাদেশ জাতীয় জুনিয়র হকি দল এর আগে ফাইভ এ সাইড হকি খেললেও সিনিয়র খেলোয়াড়রা এবারই প্রথমবারে মতো এ ধরনের ফরম্যাটে খেলছে এবং অভিজ্ঞতা না থাকায় বড় ব্যবধানে হেরেছে।
ওমানে বাংলাদেশ জাতীয় নারী হকি দল চ্যালেঞ্জার গ্রুপে খেললেও পুরুষ দলে পড়েছে এলিট গ্রুপে। এই গ্রুপে এশিয়ার সব শীর্ষ দেশ রয়েছে। তাই সামনে পাকিস্তান, জাপান ও মালয়েশিয়ার কাছে আরো পরীক্ষা অপেক্ষা করছে!
ভারতের সঙ্গে খেলার পর গ্রুপ পর্বে বাংলাদেশের আরো ৪টি ম্যাচ রয়েছে। ৩০ আগস্ট পাকিস্তান ও মালয়েশিয়া এবং ৩১ আগস্ট জাপান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে।
Rent for add