• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ে সর্বাধিক গোলদাতা অর্পিতা

ফাইভ এ সাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে দিনাজপুরের মেয়ে অর্পিতা পাল সবার্ধিক গোলদাতা হয়েছেন। ওমানের সালালাহ শহরে তিনি ৬ ম্যাচে ২০ গোল করে এ কৃতিত্ব দেখান। এর মধ্যে তিনি ১৮টি ফিল্ডগোল এবং ২টি পেনাল্টি কর্নার থেকে গোল করেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দশম শ্রেণির এ ছাত্রী টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই গোলের দেখা পেয়েছেন। চমৎকার ক্রীড়া নৈপুন্যে দেখিয়ে ৫টি হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে একটি ডবল হ্যাটট্রিকও রয়েছে।

অর্পিতা পাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ৩টি, দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে ৬টি, তৃতীয় ম্যাচে ইরানের সঙ্গে ৩টি, চতুর্থ ম্যাচে স্বাগতিক ওমানের সঙ্গে ১টি এবং পঞ্চম ম্যাচে হংকংয়ের সঙ্গে ৩টি গোল করেন। এছাড়া সপ্তম/অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের সঙ্গে করেন ৪টি গোল।

Rent for add