নিজস্ব প্রতিবেদক : ২৮ আগস্ট ২০২৩, সোমবার, ২২:১৪:৫৩
ওমানের সালালাহ শহরে এবার বাংলাদেশ জাতীয় হকি দলের পালা। মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে সেখানে তারা ফাইভ এ সাইড মেনস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে অংশ নেবে।
এশিয়ার ১১টি দলের অংশগ্রহণে আগামী ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২টি গ্রুপে দলগুলো রাউন্ড রবিন লিগে একে অপরের মোকাবেলা করবে। এলিট পুলে রয়েছে ভারত. পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, বাংলাদেশ ও স্বাগতিক ওমান। অন্যদিকে চ্যালেঞ্জার পুলে খেলবে হংকং, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, কাজাখস্তান ও ইরান।
লাল-সবুজের দেশ তুলনামূলকভাবে বেশ শক্ত গ্রুপে পড়ছে। কাজেই প্রথমবারের মতো এ ধরণের টুর্নামেন্টে বাংলাদেশ কতটা ভাল খেলতে পারে দেখার বিষয়। গ্রুপ পর্বে বাংলাদেশ ২৯ আগস্ট ভারত, ৩০ আগস্ট পাকিস্তান ও মালয়েশিয়া এবং ৩১ আগস্ট জাপান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে।
উল্লেখ্য ফাইভ এ সাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় নারী দল অষ্টম হয়েছে। চার বছর পর তারা আন্তর্জাতিক হকিতে ফেরে যথেষ্ট ভাল খেলেছে। এ ধরনের আসরে নারী দল প্রথমবারের মতো অংশগ্রহণ করে ৬ ম্যাচে ৩টি জয় ও ৩টি ম্যাচে পরাজিত হয়। ওমানের সালালাহ শহরে গত ২৫-২৮ আগস্ট এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কোয়াড
ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।
কোচ : মো. জাহিদ হোসেন।
পুরুষ দল : অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।
Rent for add