নিজস্ব প্রতিবেদক : ২৭ আগস্ট ২০২৩, রবিবার, ২২:০০:৩১
হংকং ১০ : ৭ বাংলাদেশ । প্রথমার্ধ > হংকং ৪ : ৩ বাংলাদেশ
ফাইভ এ সাইড ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টের সেমির পথে হাঁটতে শুরু করা বাংলাদেশের অর্পিতা পালের হ্যাটট্রিক আর দুর্দান্ত লড়াই- শেষ পর্যন্ত কোনোটাই কাজে এলো না।
ওমানের সালালাহ শহরে রোববার (২৭ আগস্ট) গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ৭-১০ গোলে শক্তিশালী হংকং এর কাছে হেরে যাওয়ায় অর্পিতা-রিয়া-রাত্রিদের গ্রুপে তৃতীয় হয়েই তুষ্ট থাকতে হচ্ছে। প্রথমার্ধে হংকং ৪-৩ গোলে এগিয়ে ছিল। তাদের সামনে এবার সপ্তম স্থানের লড়াই অপেক্ষা করছে। ম্যাচটি সোমবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত হবে।
জয়ের লক্ষে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা শক্তিশালী হংকং এর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। শুরুতে তারা এগিয়েও গিয়েছিলেন। এ ম্যাচ জিততে পারলে সম্ভাব্য সেমিফাইনালে পথ সুগম হতে পারতো। কিন্তু সেটি আর হলো না।
হংকং এর সঙ্গে অর্পিতা পাল হ্যাটট্রিক করেন। অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি ২টি এবং আইরিন আক্তার রিয়া ও কণা একটি করে গোল করেন।
Rent for add