নিজস্ব প্রতিবেদক : ২৬ আগস্ট ২০২৩, শনিবার, ২৩:৪৪:৩৩
আবারো আইরিন আক্তার রিয়ার হ্যাটট্রিকের উপর ভর করে বাংলাদেশ জাতীয় নারী দল ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে আরো একটি বড় জয় পেয়েছে। ওমানকে শোচনীয়ভাবে হারিয়ে দিয়ে বাংলাদেশ এখন সেমিফাইনালের পথে হাঁটতে শুরু করেছে।
রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং এর মোকাবেলা করবে। বর্তমানে গ্রুপ পর্বে ৪ ম্যাচ শেষে হংকং টানা ৪ জয়সহ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ৯ পয়েন্ট পেয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া দ্বিতীয়স্থানে অবস্থান করছে। এ ম্যাচে শক্তিশালী হংকংকে হারাতে পারলেই স্বপ্নের সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।
ওমানের সালালাহ শহরে শনিবার (২৬ আগস্ট) রাতে লাল-সবুজের দল নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ওমানকে পেয়ে রীতিমতোগোল বন্যায় ভাসিয়েছে। শুধু তাই নয়, স্বাগতিকদের ৯-২ গোলে হারিয়ে মাঠ ছাড়ে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-১ গোলে এগিয়ে ছিল।
এ ম্যাচে রিয়া হ্যাটট্রিকসহ একাই করেন ৫ গোল। সেই সঙ্গে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন। এ টুর্নামেন্টে বিকেএসপির এই ছাত্রী টানা তিন ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন। এছাড়া দলের হয়ে অধিনায়ক ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা মনি ও কণা গোল করেন।
Rent for add