• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

এবার ওমানের পথে পুরুষ হকি দল

ফাইভ এ সাইড মেনস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে এবার ওমানের পথে বাংলাদেশ জাতীয় হকি দল। শনিবার (২৬ আগস্ট) রাতে ৯ সদস্যের একটি দল সালালাহ এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

এশিয়ার ১১টি দলের অংশগ্রহণে আগামী ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২টি গ্রুপে দলগুলো রাউন্ড রবিন লিগে একে অপরের মোকাবেলা করবে। এলিট পুলে রয়েছে ভারত. পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, বাংলাদেশ ও স্বাগতিক ওমান। অন্যদিকে চ্যালেঞ্জার পুলে খেলবে হংকং, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, কাজাখস্তান ও ইরান।

গ্রুপ পর্বে বাংলাদেশ ২৯ আগস্ট ভারত, ৩০ আগস্ট পাকিস্তান ও মালয়েশিয়া এবং ৩১ আগস্ট জাপান ও স্বাগতিক ওমানের মোকাবেলা করবে।

বাংলাদেশ স্কোয়াড

ম্যানেজার : আরিফুল হক প্রিন্স।

কোচ : মো. জাহিদ হোসেন।

পুরুষ দল : অসীম গোপ (অধিনায়ক), মো. সারওয়ার হোসেন, মাহবুব হোসেন, শফিউল আলম শিশির, দ্বীন ইসলাম ইমন, সারওয়ার মোর্শেদ শাওন, রাজু আহমেদ তপু ও আবেদ উল্লাহ।

Rent for add