• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রিয়া-অর্পিতার হ্যাটট্রিকে আরেকটি বড় জয়

আইরিন আক্তার রিয়া ও অর্পিতা পালের হ্যাটট্রিকের উপর ভর করে বাংলাদেশ জাতীয় নারী দল ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে আরো একটি বড় জয় পেয়েছে।

ওমানের সালালাহ শহরে শনিবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ গোলের বন্যায় ভাসিয়ে ইরানকে ৯-৩ গোলে পরাজিত করে। প্রথমার্ধে বিজয়ী দল ৫-১ গোলে এগিয়ে ছিল।

এক তরফার এ ম্যাচে রিয়া ৪ গোল করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। বিকেএসপির এ ছাত্রী ৩ ম্যাচে এ নিয়ে করেছেন ৯ গোল। এছাড়া ইরানের বিপক্ষে দলের হয়ে অর্পিতা পাল ৩টি এবং মুক্তা খাতুন ও কনা ১টি করে গোল করেন।

এর আগে বাংলাদেশ উদ্বোধনী দিনে শুক্রবার (২৫ আগস্ট) নিজস্ব প্রথম ম্যাচে ভাল খেলেও ইন্দোনেশিয়ার কাছে ৭-৪ গোলে হেরে যায়। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই ১০-৫ গোলে চাইনিজ তাইপেকে হারিয়ে স্মরণীয় এক জয় তুলে নেয়।

উল্লেখ্য বাংলাদেশ এ নিয়ে ৩ ম্যাচে ২টি জয় পেয়েছে এবং ১টি ম্যাচ হেরেছে। আজ শনিবার (২৬ আগস্ট) রাতে চতুর্থ ম্যাচে স্বাগতিক ওমানের মোকাবেলা করবে।

 

Rent for add