• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ওমানে আলো ছড়াতে শুরু করেছেন অর্পিতা-রিয়া

ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই সবার নজর কাড়লেন জাতীয় নারী দলের অর্পিতা পাল ও আইরিন আক্তার রিয়া। তাদের আলো ছড়ানো নৈপুন্যের কথা এখন সবার মুখে মুখে।

ওমানের সালালাহ শহরে শুক্রবার (২৫ আগস্ট) উদ্বোধনী দিনে অর্পিতা ইন্দোনেশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। শুধু তাই নয়, একই দিনে চাইনিজ তাইপের সঙ্গে করেছেন ডবল হ্যাটট্রিক।  মোট ২ ম্যাচে করেছেন ৯ গোল। ইন্দোনেশিয়ার কাছে ৭-৪ গোলে দল হেরে গেলেও অর্পিতা  অসাধারণ নৈপুন্যে দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন অর্পিতা পাল

অন্যদিকে রিয়া ইন্দোনেশিয়ার বিপক্ষে এক গোল করলেও চাইনিজ তাইপের সঙ্গে হ্যাটট্রিকসহ করেন ৪ গোল। মোট ২ ম্যাচে তিনি করেছেন ৫ গোল। শুধু তাই নয়, চাইনিজ তাইপের সঙ্গে ১০-৫ গোলের জয়ে দারুণ ভূমিকা রাখায় রিয়া পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

অর্পিতা-রিয়াদের জন্য ফাইভ এ সাইড হকি টুর্নামেন্ট একেবারেই এক নতুন অভিজ্ঞতা। এবারই প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্ট খেলছেন। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে তারা দারুণ পারফরম্যান্স দেখাতে শুরু করেছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের নারী হকির সম্ভাবনার কথাও আভাস দিচ্ছেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিচ্ছেন রিয়া আইরিন

উল্লেখ্য ২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টের মধ্য দিয়ে এদেশের নারী হকির আন্তর্জাতিক আঙিনায় পদচারণা শুরু হয়। এরপর বৈশ্বিক করোনাভাইরাস, ঘরোয়া হকির নানারকম দু:সময়সহ তাদের অনেকটা অলস সময় কেটেছে। এভাবে প্রায় চার বছর কাটিয়ে দিয়ে এবার ফের ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট দিয়ে আবারো আন্তর্জাতিক হকিতে ফিরলো নারী দল।

 

Rent for add