• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

অর্পিতা-রিয়ার হ্যাটট্রিকে স্মরণীয় জয়

বাংলাদেশ ১০ : ৫ চাইনিজ তাইপে। প্রথমার্ধ > বাংলাদেশ ৫ : ৩ চাইনিজ তাইপে

অর্পিতা ও রিয়ার হ্যাটট্রিকের উপর ভর করে বাংলাদেশ জাতীয় নারী দল ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে স্মরণীয় জয় পেয়েছে। ম্যাচ সেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।

ওমানের সালালাহ শহরে শুক্রবার (২৫ আগস্ট) রাতে এক তরফার এ লড়াইয়ে লাল-সবুজের দল চাইনিজ তাইপেকে গোলের বন্যায় ভাসিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ ১০-৫ গোলে চাইনিজ তাইপেকে পরাজিত করে। প্রথমার্ধে ৫-৩ গোলে এগিয়ে ছিল। অর্পিতা পাল ৬টি এবং রিয়া আইরিন ৪টি গোল করেন।

এর আগে সকালে উদ্বোধনী ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ভাল খেলেও জয় পায়নি বাংলাদেশ। জয়ের লক্ষে খেলতে নেমে ৭-৪ গোলে হেরে যায়। প্রথমার্ধে পিছিয়ে ছিল ২-১ গোলে। হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অর্পিতা পাল। তিনি ম্যাচে হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন আইরিন আক্তার রিয়া।

উল্লেখ্য জাতীয় নারী দলের জন্য ফাইভ এ সাইড হকি টুর্নামেন্ট একেবারেই এক নতুন অভিজ্ঞতা। এবারই প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্ট খেলছে। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে নারী দল। শুধু তাই নয়, আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের নারী হকির সম্ভাবনারও আভাস দিচ্ছে।

শনিবার (২৬ আগস্ট) বাংলাদেশ নারী দলের দুটি খেলা রয়েছে। দিনের প্রথম ম্যাচে ইরান এবং রাতে স্বাগতিক ওমানের বিপক্ষে মোকাবেলা করবে।

Rent for add