• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভাল খেলে হেরে গেল

 

বাংলাদেশ ৪ : ৭ ইন্দোনেশিয়া । প্রথমার্ধ  > বাংলাদেশ ১ : ২ ইন্দোনেশিয়া

ফাইভ এ সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয়ে রাঙাতে পারেনি বাংলাদেশ। তবে জয় না পেলেও চার বছর পর আন্তর্জাতিক হকিতে নেমে শক্তি-সামর্থ অনুযায়ী চমৎকার খেলেছে বাংলাদেশ জাতীয় নারী হকি দল।

ওমানের সালালাহ শহরে শুক্রবার (২৫ আগস্ট) সকালে প্রতিপক্ষ ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশ জয়ের লক্ষে খেলতে নেমে ৭-৪ গোলে হেরে যায়। প্রথমার্ধে পিছিয়ে ছিল ২-১ গোলে। বাংলাদেশ হেরে গেলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অর্পিতা পাল। তিনি ম্যাচে হ্যাটট্রিক করেন। অপর গোলটি করেন রিয়া আক্তার।

জাতীয় নারী দলের জন্য ফাইভ এ সাইড হকি টুর্নামেন্ট একেবারেই এক নতুন অভিজ্ঞতা। এবারই প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্ট খেলছে। মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে জাতীয় নারী দল যে পারফরম্যান্স দেখানো তাতে আন্তর্জাতিক আঙিনায় বাংলাদেশের নারী হকির সম্ভাবনা আরো একবার আভাস দিয়ে গেল।

পরের ম্যাচে শুক্রবার রাতে বাংলাদেশ চাইনিজ তাইপের মোকাবেলা করবে।

 

 

Rent for add