• ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

জিও ছাড়াই ওমান গেলো নারী হকি দল

জিও (সরকারী অনুমোদন) ছাড়াই ওমান গেলো বাংলাদেশ জাতীয় নারী হকি দল। মঙ্গলবার (২২ আগস্ট) রাত ৮টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। ওমান যাত্রাকালে তিনি বলেন, আগামী ২৫ আগস্ট থেকে সালালাহ শহরে ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো আমরা এতে অংশ নিচ্ছি জানিয়েই জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জিও (সরকারী অনুমোদন) এর জন্য আবেদন করেছিলাম। কিন্তু দলের ওমান যাত্রাকালেও জিও পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ জিও প্রদানে বিলম্ব করার বিষয়টি লজ্জার।

এদিকে চারদিনব্যাপী ফাইভ-এ-সাইড ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হকি টুর্নামেন্টে ১০টি দল দুটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে পড়েছে। এই পুলে রয়েছে হংকং, চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, ইরান ও স্বাগতিক ওমান। অন্যদিকে এলিট পুলে রয়েছে ভারত, জাপান, মালয়েশিয়া ও থাইল্যান্ড। এ দলগুলোর মধ্যে থেকে তিনটি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য গ্রুপ পর্বে বাংলাদেশ ২৫ আগস্ট ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপে, ২৬ আগস্ট ইরান ও স্বাগতিক ওমান এবং ২৭ আগস্ট হংকং এর সঙ্গে মোকাবেলা করবে। কোয়ালিফাই পর্বে বাংলাদেশ তিনটি জয়ের আশা করছে এবং সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ওমান গেছে।

বাংলাদেশ স্কোয়াড

ম্যানেজার : মো. তারিকউজ্জামান নান্নু। মো. আবদুল হান্নান (ফেডারেশনের সভাপতির প্রতিনিধি)।

কোচ : মো. জাহিদ হোসেন।

কো-অর্ডিনেটর : পারভীন নাছিমা নাহার পুতুল।

নারী দল : মুক্তা খাতুন, সুমি আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি, অর্পিতা পাল, সানজিদা আক্তার মনি, কনা আক্তার, রিয়াসা আক্তার ও আইরিন আক্তার রিয়া।

Rent for add